বিএনপি নির্বাচনী প্রচার বাদ দিয়ে, কেবল মিডিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে; চালাচ্ছে নেতা-সমর্থকদের উপর হামলা। ধানমন্ডিতে এসব অভিযোগ করেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাশকতাকারীদের গ্রেফতার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং আইনশৃংখলা বাহিনীর কাছে অনুরোধ জানান তিনি।
এসময় তিনি অভিযোগ করেন এ পর্যন্ত আওয়ামী লীগের ২৪ টি সমাবেশে বোমা বিস্ফোরণ, ১১ টি গাড়ি বহরে হামলা ও অসংখ্য মিছিলে নাশকতা করেছে বিএনপি। সংখ্যালঘুদের ওপর হামলা ও তাদের ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে এইচটি উমাম বলেন, বিএনপি জামাত ও বাংলা ভাইয়ে পৃষ্ঠপোষকরা নির্বাচনকে ঘিরে চরমপন্থা শুরু করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Leave a reply