খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে দিবসটি। মঙ্গলকার সকালে প্রত্যক গির্জায় ছিলো বিশেষ প্রার্থনা।
এতে দেশের পাশাপাশি বিশ্বব্যপী শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করা হয়। পারিবারিক আবহের বাইরে বড়দিন উপলক্ষে তারকা হোটেলগুলোয় রয়েছে নানা আয়োজন। ক্রিসমাস ট্রি, রঙিন বাতি, বেলুন আর নান্দনিক সরঞ্জামে সেসব সাজানো হয়েছে। থাকছে কেক, পিঠা ও বিশেষ খাবারের বন্দোবস্ত।
দু’হাজার বছর আগে এই শুভ দিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট্র; মুসলমানদের কাছে যিনি নবী ঈসা (আ.) হিসেবে সম্মানিত। বেথলেহেমের এক গোয়ালঘরে কুমারীমাতা মেরির কোলে জন্ম নেন যীশু।
Leave a reply