মুক্তামনির নিউমোনিয়া: চিন্তিত চিকিৎসকরা

|

হাতের রক্তনালীতে টিউমারে আক্রান্ত শিশু মুক্তামনির নিউমোনিয়া হয়েছে। এমনটাই ধারণা করছেন তার চিকিৎসকরা।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তার কফসহ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিতভাবে বলা যাবে আসলেই সে নিউমোনিয়ায় আক্রান্ত কি না।’

তবে, মুক্তামনির অবস্থা আগের মতোই রয়েছে বলে তিনি জানান।

গত ১০ অক্টোবর মুক্তামনির অস্ত্রোপচার করেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। তার পা থেকে চামড়া নিয়ে হাতে প্রতিস্থাপন করা হয়। প্রথম ধাপে প্রায় ৫০ শতাংশ চামড়া প্রতিস্থাপন করা হয়।

এর আগে গত ৮ অক্টোবর চতুর্থ দফার অস্ত্রোপচারে মুক্তামনির হাতটি নতুন চামড়া লাগানোর উপযোগী করা হয়।

যমুনা অনলাইন: এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply