সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের এই সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে বিটিআরসি এই নির্দেশ দিয়েছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তবে ইন্টারনেট কতদিন বন্ধ থাকবে তা জানা যায়নি। ধীর গতির ইন্টারনেট টু-জি সেবা চালু আছে। যার ফলে এখন আর ভিডিও এবং ছবি আপলোডে বেশি সময় নেবে। মোবাইল ইন্টারনেটে এসব সুবিধা বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও স্বাভাবিক রয়েছে। সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।
নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এরই মধ্যে থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।’ ফলে এই সময় থেকে শুধুমাত্র টু জি ইন্টারনেট সেবা চালু সেবা থাকবে।
ঢাকার বাইরে থেকে কয়েকজন গ্রাহক জানিয়েছেন, তারা গত রাত থেকেই ধীরগতির ইন্টারনেট পাচ্ছেন।
Leave a reply