জনগণ নির্বিঘ্নে ৩০ তারিখের নির্বাচনে ভোট দিতে পারলে জয়ী হবে ঐক্যফ্রন্ট বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ সন্ধ্যায় গুলশানের চেয়ারপার্সনের কার্যলয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
এসময় তিনি জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের ব্যাপারে সেনাবাহিনীকে সঠিক ভাবে কাজ করতে দেয়ার দাবি জানান।
নজরুল ইসলাম খান বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। এছাড়া নির্বাচনে জনগণের সজাগ দৃষ্টি রুখতে পারে যে কোন ধরনের ভোট কারচুপি। এদিকে দলের আর এক স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ফোনালাপ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, তিনি হয়ত রাগে ক্ষোভে এমনটা বলে থাকতে পারেন তবে, এই বক্তব্য নির্বাচন থেকে সরে আসার মত কোন বিষয় ইঙ্গিত করেনা।
নির্বাচনের দিন অন্তত সমতল ভূমি থাকবে সেই প্রত্যাশা রেখে তিনি বলেন, কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তাই স্বাধীন ভাবে কাজ করার শেষ সুযোগ তাদের। দলের নেতাকর্মী ও এজেন্টদের গ্রেফতার ও ভয়ভীতি দেখান হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
Leave a reply