ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব- ৭। তবে সন্ত্রাসীরা অস্ত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব। র্যাবের ধারনা নির্বাচনে নাশকতা করতেই সন্ত্রাসীরা এসব অস্ত্র মজুদ করেছিল।
র্যাবে-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, শনিবার ভোররাতে ফেনীর সোনাগাজী উপজেলার পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের উত্তর চর-চান্দিয়া এলাকায় এক অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সে এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের রেখে যাওয়া ২ টি শর্টগান,৫ টি বিদেশী পিস্তল,২ টি রিভালবার,১ টি ওয়ান শটারগান সহ বিভিন্ন ধরনের ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Leave a reply