বিএনপির ভেতরে বিভ্রান্তি-অস্থিরতা ছড়াতে, ভুল তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এমনকি, বিএনপি-ঐক্যফ্রন্ট নেতাদের কণ্ঠ এডিট করে ভুয়া অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এসব অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, অপপ্রচার ও সরকারি বাধার মধ্যেও কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। তিনি জানান, তফসিল ঘোষণা থেকে শুক্রবার পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি নেতা-সমর্থককে আটক করেছে পুলিশ। গায়েবী ও মিথ্যা মামলা রয়েছে আরও প্রায় এক হাজার। তার অভিযোগ, বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার হিংস্র হয়ে উঠেছে। আওয়ামী সন্ত্রাসীদের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আজ বিকাল থেকেই নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান রিজভী আহমেদ।
Leave a reply