ভোটের দিন ও আগে পরে যেকোন ধরণের অপতৎপরতা শক্ত হাতে দমন করা হবে। কেউ সহিংসতা বা ভোট বানচালের চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এমন কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি। সেই বিবেচনা থেকে সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজধানী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে পেশিশক্তি ব্যবহার করতে চায় তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে।
Leave a reply