বগুড়ায় যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালতে নেয়া হয়েছে। আজ দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার শহরের মালতীনগরে ‘রিয়েল লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের’ অনিয়ম ও অব্যবস্থাপনার খবর সংগ্রহে গেলে প্রতিষ্ঠানের মালিক ও তার সহযোগীরা রিপোর্টার এসএম জিয়া ও ক্যামেরাপারসন তানভীর মিজানের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টা দেড়েক এই দুই সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের পর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
Leave a reply