বাংলাদেশে প্রায় দশ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রায় দশ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি জানান, তাদের ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ করতে বাংলাদেশের দাবিতে সম্মত হয়েছে মিয়ানমার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে দুই দেশের মধ্যকার বৈঠকে এসব আলোচনা হয় বলে জানান তিনি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সূচি। কফি আনান কমিশনের সুপারিশ পর্যালোচনা করে মিয়ানমার কাজ শুরু করেছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান অং সান সূচি। রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশ করেছে, বৈঠকে মিয়ানমারের এমন দাবির দাবির বিরোধিতাও করে বাংলাদেশ। কিছু দুষ্কৃতিকারী মিয়ানমারের রোহিঙ্গাদের বাড়ি-ঘর পুড়িয়েছে বলে বৈঠকে জানায় মিয়ানমার কর্তৃপক্ষ। বাংলাদেশ কোন বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিদের আশ্রয় দেয় না বলেও বৈঠকে সাফ জানিয়ে দেয় বাংলাদেশ। বৈঠকে দুই দেশের সীমান্ত সুরক্ষা নিয়েও আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply