বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|

২০ বছরে পা রাখলো দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর। সত্যের সন্ধানে নির্ভীক স্লোগান নিয়ে ২০০০ সালের এই দিনে প্রকাশিত হয় পত্রিকাটি।

প্রকাশের শুরু থেকেই সাধারণ মানুষের আস্থায় জায়গা করে নেয় দৈনিকটি। অর্জন করে পাঠকপ্রিয়তা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুগান্তর ভবনে বিরাজ করছে উৎসবের আমেজ। রয়েছে নানা আয়োজন।

সকালে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামকে সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবে আগতদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। দৈনিকটির প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম জানালেন, পাঠকের প্রত্যাশা পূরণে সামনের দিনগুলোতেও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই যুগান্তর ভবনে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন বিভাগের কর্মীরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবে আগতদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে বার্তা বিভাগসহ দৈনিকটির অন্যান্য বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply