কালিগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষ্যে ‘টাইটানিক’ প্যান্ডেল

|

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতীকে আরাধনার লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও বৃহৎ পরিসরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে আট দিনব্যাপী পঞ্চমী মেলার আয়োজন করা হয়েছে। বিষ্ণুপুর প্রান্তিক সংঘ’র উদ্যোগে ঐতিহাসিক ‘টাইটানিক’ জাহাজের আদলে তৈরি করা হয়েছে আকষর্ণীয় প্যান্ডেল। এর পাশাপাশি বন্ধু মহলের সুদৃশ্য প্যান্ডেল, ডিজিটাল প্রতিমা, বর্ণাঢ্য আলোক সজ্জা জেলার মধ্যে সেরা হবে বলে দাবি করেছেন সরস্বতী পূজা উদযাপন কমিটির সদস্যরা।

বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সভাপতি শিবদাস বৈদ্য ও সাধারণ সম্পাদক শিক্ষক নির্মল কুমার গাইন জানান, বিষ্ণুপুর মাঠে প্রান্তিক সংঘ এবং পিকেএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৃথক ভাবে অনুষ্ঠিত হচ্ছে পূজা। ১০ ফেব্রুয়ারি রবিবার (২৬ মাঘ) সকাল ১০টা থেকে প্রান্তিক সংঘের উদ্যোগে ১৬তম বার্ষিক সরস্বতী পূজা শুরু হয়েছে। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরতী ও আলোক সজ্জা প্রদর্শনী, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিষ্ণুপুর মদিনা নাট্য সংস্থার পরিবেশনায় ধর্মীয় নাটক ’লালন ফকির’ অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণী, ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ ফেব্রুয়ারি শনিবার ঢাকা ও কলিকাতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে প্রতিমা বরণ ও রাত ৮টায় প্রতিমা বিসর্জন দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply