এক মাসের মধ্যেই অস্ত্র-মাদক মামলার চার্জশিট জমার নির্দেশ

|

মাদক ও অস্ত্র মামলার তদন্ত এবং তদারকির জন্য সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের মধ্যে সকল মাদক ও অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার চার্জশিট জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দীন খানের বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশি বংশোদ্ভুত নরওয়ের নাগরিক নুরুল ইসলাম শেখকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় গাজীপুরের জয়দেবপুরের এস আই আব্দুল হালিমকে প্রত্যাহারের নির্দেশের আদেশও দেয়া হয়। মামলায় ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আদালত বলেন, তথ্য-প্রমাণ ছাড়া মাদকের মামলায় কাউকে হয়রানি করা যাবে না। সব জেলার এসপিকে মাদক মামলা তদন্ত ও পরিচালনার জন্য সেল গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আইজিপিকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply