বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৮ মার্চ ধার্য করেছেন আদালত। দুপুর একটার দিকে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার আহমেদের আদালতে মামলার শুনানি শুরু হয়। এসময় গ্যাটকো মামলার আসামি খালেদা জিয়াকেও হাজির করা হয় আদালতে। শুনানির শুরুতেই অভিযোগ পত্রের স্বপক্ষে প্রয়োজনীয় দলিল-পত্রাদি পাওয়া যায়নি উল্লেখ করে সময়ের আবেদন করে আসামিপক্ষ। আদালত তা মঞ্জুর করে ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পরে আসামিপক্ষ ও দুদকের আইনজীবী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দুধরনের বক্তব্য দেন।
Leave a reply