মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেয়া হবে’

|

দেশকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরতে সুযোগ দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসায়ীদের আত্নসমর্পন করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় চরম পরিনতি হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

দুপুরে দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত নগর ভবন মিলনায়তনে মুক্ত আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরি করার আহ্বান জানানো হয়।

এসময় ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি জানান, মাদকের সাথে পুলিশের কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন জানান, পুরান ঢাকায় আগামীকাল থেকে ঝুকিপূর্ণ ভবন থেকে সব ধরনের কেমিকেলের গোডাউন অপসারনে উচ্ছেদ অভিযান শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply