সৌদি আরবে নারী গৃহকর্মীদের উপর নির্যাতন থামছে না কোনভাবেই। প্রতিনিয়ত নানা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরছেন তারা। দূতাবাসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নারী কর্মীদের দ্বারাও হয়রানি শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৯টা ২০ মিনিটে সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে SV-804 বিমান যোগে দেশে ফিরেছেন ৯০ নারী গৃহকর্মী। সৌদি আরবে নানাভাবে গৃহকর্তার নির্যাতনের শিকার হয়েছেন তারা।
দেশে ফিরে আসা নারীদের অভিযোগ, ভাগ্য উন্নয়নের জন্য বিদেশে গেলেও, পূরণ হয়নি দালালের দেয়া প্রতিশ্রুতির ছিঁটেফোটা। উল্টো হয়রানি হয়েছেন বিভিন্নভাবে। নির্যাতন সইতে না পেরে পালিয়ে দূতাবাসে আশ্রয় নিয়েছেন কেউ কেউ; তবে সেখানেও যথাযথ সম্মানটুকু না মেলার অভিযোগ অনেকের।
Leave a reply