বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

|

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীদের তালিকায় ছয় ধাপ এগিয়ে এবার ৩০তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করেন। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তালিকায় ৩৬তম ও ২০১৫ সালে ৫৯তম অবস্থানে ছিলেন

এদিকে  শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করে ফোর্বস বলেছে,  মিয়ানমার থেকে  আসা রোহিঙ্গাদের সহায়তা করার অঙ্গীকার এবং  ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা।  রোহিঙ্গাদের পরিচয়পত্র প্রদান ও শিশুদের টিকাদান কার্যক্রমকেও তুলে ধরেছে ফোর্বস।

২০১৬ সালের তালিকায় ২৬তম অবস্থানে থাকা সু চি এবার ৩৩তম-তে রয়েছেন। বরাবরের মতোই ক্ষমতাধর ১০০ নারীর প্রথমজন হলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও দ্বিতীয় ক্ষমতাধর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

তালিকায় স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পও। তিনি আছেন ১৯ নম্বরে। জনপ্রিয় টিভি শো হোস্ট অপরাহ উইনফ্রে ২১ ও দ্বিতীয় রানি এলিজাবেথ ২৬তম ক্ষমতাধর নারীর অবস্থানে আছেন। আর ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৯৭তম অবস্থানে।

যমুনা অনলাইন: আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply