চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখার অনুমতি চেয়েছে জাতিসংঘ। জিনজিয়াংয়ে প্রবেশাধিকার চেয়ে চিঠি দিয়েছে বেইজিংকে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন, জাতিসংঘের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আহমেদ শাহিদ। বলেন, উইঘুরদের বন্দিশিবির হিসেবে কথিত কেন্দ্রগুলো পরিদর্শন করতে চান তিনি। গেলো ডিসেম্বরেও জিনজিয়ান প্রদেশ পরিদর্শনের চেষ্টার কথা জানায় জাতিসংঘ। সেসময় সুনির্দিষ্ট নীতিমালা মেনে এলাকাটি পরিদর্শনের সুযোগ দেয়ার কথা জানালেও এখনও সে অনুমতি দেয়নি বেইজিং। চীনে উইঘুরদের ওপর নির্যাতনের কারণে দেশটির সরকারের সমালোচনা বাড়ছে বিশ্বজুড়ে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ- মতাদর্শ পরিবর্তনের নামে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আনুগত্য স্থাপনে বাধ্য করা হচ্ছে বন্দিশিবিরে আটক ১০ লাখের বেশি উইঘুরকে।
Leave a reply