লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি গ্রেফতার

|

?????????????????????????

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা দুলালের ছেলে।

শুক্রবার  দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারের আমিরের ওয়ার্কশপের পেছনে নিয়ে
চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়। রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিশুটিকে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

শিশুর মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে স্কুলের পার্শ্ববর্তী বাড়িতে ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশের আমিরের ওয়ার্কশপে কাজ করে ইমরান। ঘটনার দিন ইমরান চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ওয়ার্কশপের পেছনে নিয়ে ধর্ষণ করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply