ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০১৯ এর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আজ সকালেই শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।
তবে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও মোবাইলে মেসেজ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
আজ সকাল থেকেই ভোটারদের মোবাইল ও ফেসবুকে মেসেজ পাঠানোর মাধ্যমে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে প্রার্থী ও তার অনুসারীরা।
একইসাথে নির্বাচনী প্রচারণার জন্য খোলা ফেসবুক পেজেও নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছে তারা। এরমাধ্যমে তারা চাইছেন ভোট অনুষ্ঠিত হওয়ার শেষ সময় পর্যন্ত ভোটারদের কাছে নিজেদেরকে পৌছে দিতে।
বিজয় একাত্তর হলের ভোটার মুনিরুল ইসলাম বলেন, প্রার্থীরা এখন মোবাইলে মেসেজ পাঠিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন। একইসাথে পরিচিত প্রার্থীরা ফেসবুকেও মেসেজ পাঠাচ্ছেন নিজেদের পক্ষে ভোট চেয়ে।
যমুনা অনলাইন: ইএ
Leave a reply