পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে দেশের ১ কোটি ৯০ লাখ শিশু। শুক্রবার, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ’র প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, সাইক্লোন-বন্যা এবং পরিবেশ পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের প্রতি ৩ জন শিশুর একজন।
প্রতিবেদন অনুসারে, সাড়ে ৪ লাখ শিশুই বাস করে উপকূলীয় অঞ্চলে।
ইউনিসেফ জানায়, অতীতের তুলনায় পরিবেশ বিপর্যয় রোধ, ভূসংস্থান, ঘনবসতিপূর্ণ এলাকা বা দুর্বল অবকাঠামো থেকে অনেকটাই উন্নয়ন ঘটেছে দক্ষিণ এশিয়ার দেশটির। তবুও, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কমেনি মৃত্যুঝুঁকি। সংস্থাটির দাবি, বাংলাদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশু।
২০৫০ সাল নাগাদ, পরিবেশ বিপর্যয়ের কারণে ভুক্তভোগীদের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশঙ্কা ইউনিসেফের। প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুরা রয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থায়।
Leave a reply