সৌদি আরবে দুর্নীতি দমন অভিযানে আটক হয়েছেন রাজপুত্র-মন্ত্রীসহ ২০১ ধনাঢ্য ব্যক্তি। তাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি ডলার আত্মসাতের অভিযোগ এনেছে প্রশাসন।
দেশটির অ্যার্টনি জেনারেল শেখ সৌদ আল মোজেব জানান, আটককৃতদের বিরুদ্ধে দুর্নীতির শক্ত প্রমাণ রয়েছে। তার দাবি, গত তিন বছরে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন অভিযুক্তরা। যুবরাজ সালমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সেসব প্রমাণে, দ্রুত গতিতে কাজ করছে। মোজেব আরও জানান, গেলো শনিবার থেকে এখন পর্যন্ত ধনাঢ্য রাজপুত্র আল-ওয়ালিদ বিন তালাল, তার কন্যা রিম, ন্যাশনাল গার্ড প্রধান প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ, রিয়াদের গর্ভনর প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহসহ ২০৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ৭ জনের বিরুদ্ধে কোন তথ্য-প্রমাণ না মেলায় ছেড়ে দেয়া হয়। সৌদি গণমাধ্যম বলছে, অভিযুক্তদের বিলাসবহুল হোটেল- রিটজ কার্লটনে আটক রাখা হয়েছে।
Leave a reply