মিশরে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে সিসি’র সরকার

|

মিসরে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদ বাড়লো প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র। এজন্য সংবিধান সংশোধনে হওয়া গণভোটে অংশগ্রহণকারীদের ৮৯ শতাংশই রায় দিয়েছেন প্রেসিডেন্টের পক্ষে। মঙ্গলবার থেকেই এ সংশোধনী কার্যকরের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার পর্যন্ত তিন দিনের ভোটে অংশ নেবার কথা ছিল প্রায় আড়াই কোটি মানুষের। যদিও শেষ পর্যন্ত ভোট পড়ে মাত্র ৪৪ শতাংশ। এদের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে সিসির ক্ষমতা ও শাসনের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেন ৮৮ দশমিক আট-তিন শতাংশ ভোটার। আর ‘না’ ভোট দেন ১১ দশমিক এক-সাত শতাংশ ভোটার। গেল সপ্তাহেই সংশোধনীতে অনুমোদন দেয় মিসরের পার্লামেন্ট। সংশোধনীতে, প্রেসিডেন্টের মেয়াদ চার বছরের পরিবর্তে ছয় বছর করা হয়; এবং ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে আরও একবার দেশ শাসনের সুযোগ দেয়া হয় সিসিকে। এছাড়া বিচার বিভাগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণও পাবেন রাষ্ট্রপ্রধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply