ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও প্রভাষক আফসার উদ্দীনের এমপিও ((মান্থলি পে অর্ডার) স্থগিত করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এ সংক্রান্ত এক নথি অনুমোদন করেন।
তাতে বলা হয়েছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা (ইনডেক্স নং ৩০৪১১১) এবং একই মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক আফসার উদ্দীন (ইনডেক্স নং ২০৩০৫০৮) এর এমপিও স্থগিত করা হল।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর অনুচ্ছেদ -১৮ এর আলোকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং প্রভাষক আফসার উদ্দীন বর্তমানে কারাগারে আছেন।
Leave a reply