হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হ্যাকারদের নজরদারির চেষ্টা

|

হোয়াটসঅ্যাপের সফটওয়্যারজনিত দুর্বলতা ব্যবহার করে বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে নজরদারির চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। মেসেজ আদানপ্রদান অ্যাপটির মালিক প্রতিষ্ঠান ফেসবুক নিশ্চিত করেছে এ তথ্য।

ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে এর পেছনে দায়ী করে ফেসবুক। কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে টার্গেট করে হ্যাকার গ্রুপটি। নজরদারির উদ্দেশ্যে তাদের নম্বরে এক ধরণের সফটওয়্যার ইনস্টলের ব্যবস্থা করা হয়। ফোনকলের মাধ্যমে ওই নম্বরগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে সফটওয়্যারটি।

সোমবার এক বিবৃতিতে, সতর্কতার জন্য হোয়াটঅ্যাপের দেড়শ’ কোটি ব্যবহারকারীকে অ্যাপ হালনাগাদের অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply