ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ২৫

|

ময়মনসিংহে এক শিয়ালের কামড়ে ২৫ গ্রামবাসী আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এ কে এম আব্দুর রব শিয়ালের কামড়ে আহত হওয়ার  ঘটনা নিশ্চিত করে যমুনা নিউজকে জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন এলাকায় শিয়াল আতংক বিরাজ করছে। কেউ ঘর থেকে বের হচ্ছন না। তবে একদল গ্রামবাসী লঠিসোটা নিয়ে পাগল শিয়ালকে খুঁজতে মাঠে নেমেছে।

এলাকাবাসী জানায়, আজ সন্ধায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাতলাসেন এলাকায় এই ঘটনা ঘটে। একটি শিয়াল গ্রামে প্রবেশ করে রাস্তা ও আশপাশের বাড়িতে ঢুকে অন্তত অর্ধশত মানুষকে আক্রমণ করে । এসময় নারী পুরুষদের কামড় ও শরীরের বিভিন্ন স্থানে আচড় কেটে আহত করে। এস কে হাসপাতালে ভর্তি সুফিয়া খাতুন জানান তিনি নিজ ঘরে কাজ করছিলেন হঠাৎ একটি শিয়াল ঘরে প্রবেশ করে তার পায়ে কামড়ে ধরে। এসময় তার পায়ের বিভিন্ন স্থানে শিয়ালটি কামড় বসায় এবং পালিয়ে যায়। শিয়ালের আক্রমণের খবর এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে এবং মানুষকে ঘর থেকে বের হতে সতর্ক করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply