মুসলিমদের সংখ্যা বৃদ্ধি ভারতের জন্য হুমকি: কেন্দ্রীয় মন্ত্রী

|

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠছে, যা দেশটির জন্য হুমকি। গতকাল মধ্যপ্রদেশের ভুপালে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। খবর: টাইমস অব ইন্ডিয়ার।

গিরিরাজ উদাহরণ দিয়ে বলেন, উত্তর প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা ইত্যাদি রাজ্যের ৫৪টি জেলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠিতে পরিণত হয়েছে। মুসলিমদের এমন বৃদ্ধি ভারতের ঐক্যের জন্য হুমকি।

এই বিজেপি নেতা আরও বলেন, ভারতের গণতন্ত্রকে নিরাপদ রাখতে হলে অবশ্যই হিন্দু সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আমি দায়িত্ব নিয়ে বলছি, (ভারতের) যেসব এলাকায় হিন্দু জনসংখ্যা কমে গেছে, সেসব এলাকায় সামাজিক ঐক্য এবং জাতীয়তাবোধ কমতে শুরু করেছে।

সব ধর্মের অনুসারীদের জন্য পরিবার পরিকল্পণা আইন করার কথাও বলেন গিরিরাজ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে মুসলিমদের বিরোধিতা বিষয়ে এই মন্ত্রী বলেন, শিয়ারা রাম মন্দির নির্মাণ মেনে নিয়েছে। শিগগিরই সুন্নীরাও মেনে নেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply