নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে শুক্রবার ক্যাম্পাস থেকে এক ছাত্রীকে অপহরণের পর শঙ্কিত শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতন হলেই আরও নিরাপদ হতে পারে সর্বোচ্চ এই বিদ্যাপীঠ।
এক শিক্ষার্থী অপহরণের পর থেকেই উত্তাল ক্যাম্পাস। আজ শনিবার ক্ষুব্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুখে মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনবিরোধী শ্লোগান। সাধারণ শিক্ষার্থীদের ঘোষিত আন্দোলনে একাত্মতা জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।
শিক্ষার্থীরা বলছেন, বরাবরই তাদের নিরাপত্তার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চয়তার বদলে উল্টো তাদের করা হয় নানা রকম হয়রানি।
যদিও শিক্ষার্থীদের অভিযোগের সাথে একমত নয় প্রশাসন। তাদের দাবি, বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। এমন দু’একটি ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান তাদের।
অধ্যাপক অধ্যাপক ড. লুৎফর রহমান, আমরা ক্যাম্পাসে নিরাপত্তা বিধানের সর্বোচ্চ চেষ্টা করি। এর মধ্যে দুয়েকটি ঘটনা ঘটে যায়। এ ধরনের ঘটনা বন্ধেও কর্তৃপক্ষ নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে।
এদিকে মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন তারা।
Leave a reply