রাতে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি বার্সা-ভ্যালেন্সিয়া

|

রেকর্ড ৩১তম কোপা দেল রে’র শিরোপা জয়ের পথে আজ বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার মাঠে বাংলাদেশ সময় রাত ১টায়।

এবারের মৌসুমে লা-লিগার শিরোপা ছাড়া আর কোন সাফল্য পায়নি কাতালানরা। অবশ্য গেলো মৌসুমের মত এবারও সুযোগ রয়েছে দু’টি ট্রফি জয়ের। ২০১৭-১৮ মৌসুমেও লা লিগার পাশাপাশি কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছিলো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে অবশ্য এই মৌসুমে জয়ের দেখা পায়নি বার্সা। লিগের দুই ম্যাচেই ড্র করেছে দুই দল। তবে গেলো মৌসুমে এই টুর্নামেন্টের সেমিফাইনালের দুই লেগেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় ছিলো মেসি-সুয়ারেজদের। দুই দলের মুখোমুখি ৬০ দেখায় ৩১ জয় বার্সেলোনার, আর ১২ জয় ভ্যালেন্সিয়ার।

বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ফাইনালকে ঘিরে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। দুই দলেরই একে অপরের সম্পর্কে ভালো ধারণা আছে। বিশেষ করে এবারের লিগের দুই ম্যাচের কোনটিতেও আমরা জয় পাইনি। ভ্যালেন্সিয়ার ক্ষমতা রয়েছে মাঠে আমাদের রুখে দেবার। কিন্তু আমরা সতর্ক থাকবো। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে থাকবে দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply