বাংলাদেশ ও ভারতে সরকারের ধারাবাহিকতা থাকায় তিস্তা চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

|

বাংলাদেশ ও ভারতে সরকারের ধারাবাহিকতায় তিস্তা চুক্তি-সহ অন্যান্য সমস্যার সমাধান সহজ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রনালয়ে প্রধানমন্ত্রীর জাপান ও সৌদি আরব সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি জানান, নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী আরও জানান, আগামী ২৮ মে থেকে ৩ জুন জাপান ও সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান সফরে আড়াই বিলিয়ন ডলারের চুক্তি সই হবে।

এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে আরও সহযোগিতার আহ্বান জানানো হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান সফর শেষে ওআইসি সম্মেলনে অংশ নিতে সৌদি আরব যাবেন শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply