পুঁই শাক খেলো ছাগল; খুন হলো ছোট ভাই

|

সাতক্ষীরার কালিগঞ্জে বড় ভাইয়ের ধারালো দায়ের কোপে নিহত হয়েছেন ছোট ভাই। রোববার রাত ৮ টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. রিয়াজউদ্দিন জানান তাদের প্রতিবেশি আবুল কালামের একটি ছাগল বড় ভাই আসগর আলির ক্ষেতের পুঁই শাকের একটি ডগা খেয়ে ফেলে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ছাগলটি ধরে খোয়াড়ে দেন। এ ঘটনার প্রতিবাদ করেন ছোট ভাই আক্কাজ আলি ( ৪৫) ।

রোববার রাতে তাদের বাড়িতে দুই পক্ষের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রাগান্বিত বড় ভাই আসগর আলি ধারালো দা দিয়ে তার ছোট ভাই আক্কাজের দেহে কোপ মারেন। গুরুতর আহত অবস্থায় তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আক্কাজ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান ঘাতক আসগরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন সোমবার লাশের ময়না তদন্ত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply