রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট বা আইএস। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্সের টুইটারে একটি টুইট করে এই দায় স্বীকার করা হয়েছে।
এর আগে ককটেল নিক্ষেপের ঘটনার এক নারী পুলিশসহ (এএসআই) তিনজন আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এদিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সাইট ইন্টেলিজন্সের বরাত দিয়ে আইএস মালিবাগে হামলার দায় স্বীকার করলেও তা সঠিক নয়, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশের মনোবল ভেঙে দেয়ার লক্ষ্যেই মালিবাগে হামলা চালানো হয়েছে । মালিবাগের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
কমিশনার জানান, গতকাল মালিবাগে পুলিশের গাড়িতে হামলায় শক্তিশালী ককটেল ব্যবহার হয়েছে। ককটেলটি গাড়িতে রাখা ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জনমনে ভীতি তৈরি করতে এঘটনা ঘটাতে পারে কোন গোষ্ঠি; তা নিশ্চিতে তদন্ত করে দেখা হবে বলে জানান ডিএমপি কমিশনার।
Leave a reply