এককভাবে কোন দেশের পক্ষে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সেজন্য বাংলাদেশ-ভারত-মিয়ানমার-নেপাল ও ভুটানকে নিয়ে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক জোট করে এ খাতের সংকট নিরসনের তাগিদ দিয়েছেন তিনি।
আজ রোববার সকালে নবায়নযোগ্য শক্তি নিয়ে তিন দিনের কর্মশালা ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।
ইডকল এর এই আয়োজনে সহায়তা করেছে জার্মানি ও নেপাল। আমন্ত্রিত বক্তারা বলেন, এ আয়োজনের উদ্দেশ্য নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশেরও এ ধরণের জ্বালানির দিকে বাড়তি নজর দেয়া দরকার বলে মনে করেন তারা।
Leave a reply