সৌদি আরবের সাথে গোপন বোঝাপড়া রয়েছে ইসরায়েলের। এমনটা জানালেন খোদ ইসরায়েলের এক মন্ত্রী।
ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেইনিটজ রোববার এক সাক্ষাৎকারে বলেন, শুধু সৌদিই নয়, আরব বিশ্বের আরো অনেক দেশের সাথেই নিয়মিত যোগযোগ রাখে তেল আবিব। স্টেইনিটজের দাবি, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করতে সবসময় কলকাঠি নাড়ছে ইরান। তাদের মোকাবেলা করতেই সৌদি আরবের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে তেল আবিব। এ নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই বলেও দাবি করেন ঐ মন্ত্রী। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে সম্প্রতি তোড়জোড় শুরু করেছে সৌদি প্রশাসন।
Leave a reply