ঈদ যাত্রায় আজও কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়। ঈদ উপলক্ষে পাঁচটি ট্রেন দেড় থেকে দুই ঘণ্টা পরে ছাড়ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন ট্রেনযাত্রীরা।
গন্তব্যে পৌছানোর আশায় সকাল সকাল কমলাপুর রেল স্টেশনে আসতে শুরু করে যাত্রীরা। তবে স্টেশনে সময়মতো পৌছালেও তাদের অভিযাগ সময়মত ছাড়ছে কোন ট্রেন। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের বেশকিছুক্ষণ পর ছাড়ছে।
ট্রেন দেরিতে ছাড়ায় স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে।
এদিকে ট্রেনের যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা জানান, ট্রেন দেরিতে ছাড়ায় ঘণ্টার পর ঘণ্টা তাদের স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে।
ট্রেন দেরিতে ছাড়ায় পরিবার পরিজন নিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষকে আরও বেশি সক্রিয় হতে হবে।
Leave a reply