মাছ ধরা বন্ধের সিদ্ধান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

|

সাগরে টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেলেরা।

দাবি আদায়ে সকাল ১০টায় মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। জেলেদের দাবি, আষাঢ় এবং শ্রাবণ মাস ইলিশ ধরার মৌসুম। বছরের এই সময়েই সবচেয়ে বেশি উপার্জন করেন তারা। কিন্তু সরকার এসময় সাগরে মাছ ধরা বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। বন্ধের সময় জেলেদের জন্য ত্রাণ হিসাবে দেয়া চালও ভরণপোষণের জন্য অপর্যাপ্ত বলে দাবি করেন জেলেরা। চৈত্র ও বৈশাখ মাসকে ইলিশ প্রজনন মৌসুম ঘোষণা করার দাবি জানান বিক্ষোভকারীরা। পরে দাবি নিয়ে প্রশাসন আলোচনায় বসার আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply