ঈদ যাত্রায় ১৮৫টি সড়ক দুর্ঘটনায় ২২১ জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিবেদনে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দিন চৌধুরী।
জানান, ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকার থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫২ জন।
দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী চাপ, চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন-করিমন, মোটরসাইকেল অবাধে চলাচল, বিপজ্জনক ওভারটেকিং ও যাত্রীদের আইন না মানার প্রবণতার বিষয়গুলো তুলো ধরা হয়। পাশাপাশি দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ, সড়ক বাঁক সোজা করা, যানবাহনের ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা, মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন-করিমন বন্ধ করা ও যাত্রী সচেতনতা বৃদ্ধিসহ ৯ দফা সুপারিশ পেশ করা হয়।
Leave a reply