চীনে ভয়াবহ বন্যায় ৬১ জনের প্রাণহানি

|

চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ জন। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ৩ লাখ ৫৬ হাজারের বেশি মানুষকে।

শুক্রবার (১৪ জুন) চীনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিভাগ জানায় এসব তথ্য।

বিবৃতিতে বলা হয়, বন্যায় ভেসে গেছে ৯ হাজার ৩শ’র মতো ঘরবাড়ি। এছাড়া প্রায় চার লাখ একরের আবাদি জমি তলিয়ে গেছে বন্যার পানিতে।

এখন পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে ২০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এমন হিসাব মন্ত্রণালয়ের।

ক’দিনের ভারী বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুয়াংজি প্রদেশ। অঞ্চলটিতে ৪৩টি কাউন্টির প্রায় ছয় লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply