চতুর্থবারের মতো ‘ইউরোপিয়ান গোল্ডেন শ্যু’ জিতলো মেসি

|

ক্যারিয়ারে ৪র্থ “ইউরোপিয়ান গোল্ডেন শ্যু” জিতে প্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে সমতায় ফিরলেন লিওনেল মেসি। ২০১৬-১৭ মৌসুমে সর্বোচ্চ ৩৭ গোল করে অ্যাওয়ার্ডটি পেলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মৌসুমে ৩১ গোল পাওয়া ডর্টমুন্ড স্ট্রাইকার পিয়েরি-এমরিক আর ৩৪ গোল করা স্পোর্টিং সিপি’র ফরওয়ার্ড বাস ডোস্টকে পেছনে ফেলে এই অর্জন লিটল ম্যাজিশিয়ানের। গতবারের বিজয়ী সতীর্থ সুয়ারেজের হাত থেকে গ্রহণ করা অ্যাওয়ার্ড সকল সতীর্থদের উৎসর্গ করেছেন কাতালান স্ট্রাইকার। তবে অনুষ্ঠানে বার্সার সাথে চুক্তি নবায়নের প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গেছেন তিনি।  লিওনেল মেসি বলেন, আমি কখনওই নিজেকে একজন ফরওয়ার্ড মনে করিনি। সৌভাগ্যবশত একটা সময়ের পর থেকে বেশকিছু গোল পেয়েছি আর ব্যক্তিগত অর্জনগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আমি প্রতিদিনই নতুন কিছু শিখেছি ও শিখছি। তবে মাঠে পজিশনের চেয়ে ফুটবল খেলাটাই আমার কাছে সব থেকে আনন্দের।

এর আগে ২০১০, ২০১২ আর সর্বশেষ ২০১৩ তে এই শিরোপা ঝুলিতে ভরেছেন এলএম-টেন।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply