বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (২০ জুন) বিকালে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ একাদশ কেমন হবে তা নিয়ে কৌতুহলী ছিলো ক্রিকেটপ্রেমীরা। গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলে এসেছে দুটি পরিবর্তন।
সাইফুদ্দিনের জায়গায় খেলবেন রুবেল হোসেন এবং মোসাদ্দেকের পরিবর্তে খেলছে সাব্বির রহমান।
টস শেষ বাংলাদেশের অধিনায়ক মাশরাফী জানান, মোসাদ্দেক ও সাইফুদ্দিনের ইনজুরির কারণে দলে এই পরিবর্তন আনা হয়েছে।
এবারের বিশ্বমঞ্চে এখন পর্যন্ত খেলা হয়নি রুবেল-সাব্বিরের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তারা। ইতিমধ্যে অনেকে বলাবলি শুরু করেছেন, বিশ্বজয়ী দলের বিপক্ষে কাজে লাগতে পারে রুবেলের রিভার্স সুইং। উপকারে আসতে পারে সাব্বিরের লেগস্পিনও।
এ ম্যাচে জিতলে সেমিফাইনালের পথে আরো একধাপ এগিয়ে যাবেন টাইগাররা। ৫ ম্যাচে ২টি করে জয়-পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছেন তারা।
এদিকে অস্ট্রেলিয়ার একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
Leave a reply