সন্ত্রাসবাদ ঠেকাতে ওয়াশিংটন-নয়াদিল্লি ঐক্য

|

সন্ত্রাসবাদ ঠেকাতে ওয়াশিংটন ও নয়াদিল্লি একযোগে কাজ করছে, দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের।

ইন্ডিয়া-ইউএস ফোরামের সম্মেলনে, বৈশ্বিক সন্ত্রাসবাদ ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ভারতের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সুষমা। জুন মাসে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে এ সমঝোতা আরও দৃঢ় হয়েছে বলেও মনে করেন তিনি। সহিংসতাপীড়িত আফগানিস্তানে শান্তি ফেরাতে ওয়াশিংটনের ভূমিকারও প্রশংসা করেন সুষমা। দাবি করেন, দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে ভারতও যথাযথ অবদান রাখছে।

সুষমা বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্র দু’দেশই একাধিকবার সন্ত্রাসবাদের শিকার হয়েছে। বিশেষ করে সীমান্ত পাড়ি দিয়ে সন্ত্রাসীরা অনেকবার আমাদের ভুখণ্ডে হামলা চালিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ফলে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়াতে হবে।’

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply