ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি

ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন। এই পুলিশ কর্মকর্তা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে তা নিশ্চিতে সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেসব কমিটির প্রতিবেদন পেলে বিভাগীয় ব্যবস্থার পাশপাশি অন্যান্য আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় মানবপাচার বিষয়েও কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, অবৈধভাবে যারা আগে বিভিন্ন দেশে গিয়েছে তারাই এখন ধরা পড়ে আবার ফেরত আসছে। মানবপাচার ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, ইমিগ্রেশনসহ বিভিন্ন সীমান্তে কড়া নজরদারী রাখছে আইনশৃঙ্খলাবাহিনীর সংস্থাগুলো। এজন্য এখন অবৈধভাবে কেউ বিদেশ যেতে পারছেনা। এছাড়া রোহিঙ্গারা যাতে পাসপোর্ট না পায় সে বিষয়ে প্রয়াজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply