আগামীকাল থেকে ঢাকা মহানগরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর।
ইসিতে ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশন সচিব জানান, সূত্রাপুর, কতোয়ালী আর ডেমরা ছাড়া মহানগরের বাকি এলাকায় এ কার্যক্রম চলবে। এসব এলাকাতে আগেই তালিকা হালনাগাত করা হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকারিরা ভোটার তালিকা হালনাগাদ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ইসি সচিব।
জানান, ১৮ বছরের পাশাপাশি যাদের বয়স ১৬ বছর, তাদের তথ্যও সংগ্রহ করা হবে।
Leave a reply