লিবিয়ার রাজধানী ত্রিপলিতে শরণার্থীদের একটি আশ্রয়কেন্দ্রে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৪০ জনের। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৮০ জন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে হয় এ হামলা।
ত্রিপলির পূর্বাঞ্চলে তাজৌরা এলাকায় অবস্থিত ওই কেন্দ্রটিতে থাকা শরণার্থীদের বেশিরভাগই ছিল আফ্রিকান।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় সেখানে সুদান, ইরিত্রিয়া, সোমালিয়াসহ বিভিন্ন দেশের দেড়শ’ শরণার্থী অবস্থান করছিলেন। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। হামলার জন্য বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতারের বাহিনীকে দায়ী করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার।
ত্রিপলি নিয়ন্ত্রণে নিতে তিন মাস আগে অভিযান শুরু করে হাফতার বাহিনী। সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘারইয়ানের দখল হারিয়ে মরীয়া হয়ে ওঠে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে, একক নিয়ন্ত্রণে নেই তেলসমৃদ্ধ দেশটির শাসনব্যবস্থা।
Leave a reply