আফগানিস্তানে তালেবানের মর্টার হামলায় নিহত ১৪

|

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াবপ্রদেশের একটি ব্যস্ত মার্কেটে তালেবানের মর্টার হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র হানিফ রেজায়ি বলেছেন, ফারিয়াব প্রদেশের ওই মার্কেটটির কাছে সেনাবাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে তালেবানরা গত শুক্রবার মর্টার শেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। খবর এপির।

কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মার্কেটে আঘাত হেনেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মর্টার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকারি বাহিনী তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় ওই মর্টার শেল ছুড়েছিল এবং তা বাজারে এসে পড়েছে।

এমন সময় এই মর্টার হামলার ঘটনা ঘটল, যখন আফগান সরকারকে বাইরে রেখে কাতারের দোহায় তালেবানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে আমেরিকা।

সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আমেরিকা ১৮ বছর আগে আফগানিস্তানে আগ্রাসন চালায়। তারা তখন দাবি করেছিল, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে। তবে এখন পর্যন্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। আফগানরা সে দেশে মার্কিন সেনা উপস্থিতিকেই অশান্তির মূল কারণ বলে মনে করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply