ইনডোর এশিয়া কাপ হকিতে অবশেষে বাংলাদেশের বিশাল জয়

|

ইনডোর এশিয়া কাপ হকির তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের চুনবুরিতে ফিলিপাইনকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে মইনুল ইসলাম কৌশিকের গোলে লিড পায় বাংলাদেশ। এক মিনিট পরে আবারো মইনুল গোল করলে ২-০’র লিড পায় লাল সবুজরা। এরপর আশরাফুল ইসলাম, রাসেল মাহমুদ জিমির সাথে মইনুল আরো দুই গোল করলে ৬-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আবরো গোল করেন কৌশিক। শেষ দিকে জিমির সাথে কৌশিক নিজের ষষ্ঠ গোল করলে ৯-০ ব্যাবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ হকি দল।

এর আগের দুই ম্যাচে শক্ত প্রতিপক্ষ মালয়েশিয়া ও ইরানের কাছে হেরে যায় তারা। বুহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply