৭ দিনের জন্য কায়রোগামী ফ্লাইট স্থগিতের পর আবারও চালু ব্রিটিশ এয়ারওয়েজ

|

নিরাপত্তা সর্তকতা হিসেবে কায়রো থেকে ৭ দিনের জন্য ফ্লাইট স্থগিত রাখার পর, চালু হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ এবং লুফথানসার বিমান চলাচল।

ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছিলো, বিশ্বের প্রায় সবগুলো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কায়রো থেকে ছেড়ে আসা ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়।

কায়রো বিমানবন্দরে গত বুধবার ও বৃহস্পতিবার বিশালাকারে চালানো হয় অনুসন্ধান। যার কারণে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।

এদিকে লুফথানসা জানিয়েছে, মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট থেকে কাতারগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তবে রোববার নাগাদ সীমিত আকারে চালু হবে চলাচল।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যাত্রী সুবিধার জন্য এ কয়েকদিন অতিরিক্ত ফ্লাইট নামায় মিসর প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply