বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেছেন, ‘গুজব রটেছে দেশে নাকি বিদ্যুৎ থাকবে না, আর সেই সময়ে মাথা কাটা হবে। আমি বলতে চাই এটা পুরোপুরি গুজব, এতে কান দেবেন না।’
আজ বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ইউনিক গ্রুপের মধ্যে ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. কায়কাউস বলেন, ‘এক শ্রেণির লোক রয়েছে যারা গুজব ছড়াতে পছন্দ করেন। বিদ্যুৎ বন্ধ থাকার কোনো সুযোগ নেই। আমরা ভয়াবহ বন্যা মোকাবেলা করেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি। জনগণকে অনুরোধ করব বিভ্রান্ত না হতে।’
একই অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ডিসেম্বরের মধ্যে দেশ শতভাগ বিদ্যুৎ সরবরাহের সামর্থ্য অর্জন করবে।
মন্ত্রী আরও বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে উদপাদনে যাবে, পায়রা কয়লাভিত্তিক কেন্দ্রটি। চুক্তির আওতায় ইউনিক গ্রুপ আগামী তিন বছরে মেঘনাঘাটে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে তার সরকার।
গত দুই সপ্তাহ ধরে ছেলেধরা গুজব ছড়িয়েছে দেশজুড়ে। সন্দেহজনক মনে হলে যে কাউকে ধরে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটছে। এতে বেশ কয়েকজন নিহতও হয়েছেন।
Leave a reply