১৯৯৯ সালের জুলাই মাসে মহাকাশ গবেষণা সংস্থা নাসা চন্দ্র এক্স-রে টেলিস্কোপ গবেষণার জন্য মহাকাশে পাঠায়। ২০ বছর অতিক্রম করলো নাসার চন্দ্র টেলিস্কোপটি। স্পেস শাটল কলম্বিয়ার মাধ্যমে অদৃশ্য আলোকতরঙ্গের অনুসন্ধানে পাঠানো হয়ে চন্দ্রকে। উচ্চশক্তির এক্স-রে তরঙ্গ গবেষণায় ২০ বছর ধরে নাসাকে সহায়তা করে চলছে চন্দ্র।
বিশ বছর উপলক্ষে চন্দ্র এক্স-রে সেন্টারের পরিচালক জ্যোতি-পদার্থবিদ বেলিন্ডা উইলকিস জানান, ‘এক্স-রে অনুসন্ধানে চন্দ্র দারুণ ভূমিকা রেখে চলছে। চোখে দেখা যায় না এক্স-রে নিয়ে আমাদের গবেষণার জন্য চন্দ্রের মতো আরও টেলিস্কোপ প্রয়োজন।’
১৯৯৯ সালের ২৬ আগস্ট প্রথম যানটির ছবি প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, ক্যাসিওপিয়া এ নামের তারকা ধ্বংসাবশেষের থেকে নির্গত এক্স-রে রশ্মি। এই সুপারনোভাটি ১৫৭২ সালে টাইকো ব্রাহে দেখেছিলেন।
২০ বছর পূর্তি উপলক্ষে নাসা চন্দ্র’র তোলা মহাবিশ্বের নতুন ৬টি ছবি প্রকাশ করেছে। ১৯৯৯ সাল থেকে নানান কসমিক বস্তুর ওপর চোখ রেখেছে চন্দ্র। মিল্কিওয়ের কেন্দ্রের ব্ল্যাক হোলে যেমন তার চোখ আছে, তেমনি আছে পৃথিবীর প্রতিবেশী শুক্রগ্রহের উপরেও।
সূত্র: নাসা
Leave a reply