‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ২৬ জুলাই রাতে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান উপজেলার পলশিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় এসব কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি বিএনপি’র কর্মী।
শনিবার (২৭ জুলাই) টাঙ্গাইলে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। তিনি বলেন, গ্রেফতারকৃত যুবক তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি, পেইজ ও গ্রুপ খুলে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এমন একটি পোস্ট দেয়, যা পরবর্তীতে একাধিক শেয়ার হয়। এতে, জনমনে ভীতির সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a reply